দেশী-বিদেশী ২০০ ব্র্যান্ডের সাথে কাজ করছে প্রিয়শপ
- প্রযুক্তি ডেস্ক
- ০৪ মে ২০২৪, ০০:০০
দেশের খুচরা বাজারের প্রায় ৯৮ শতাংশ কেনাবেচা হয়ে থাকে দেশজুড়ে পাড়ায় পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ৫০ লাখেরও বেশি মুদি দোকানের মাধ্যমে। একাধিক সাপ্লাইয়ার, ডিস্ট্রিবিউটর এবং পাইকারদের কাছ থেকে পণ্য সংগ্রহের সময়ে এই দোকানগুলো প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয়। পণ্যের স্বল্পতা, মূল্যমানের অনিশ্চয়তা এবং পূর্ণাঙ্গ ডেলিভারি সহায়তার অভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয় প্রতিদিন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা জাতীয় জিডিপিতে ৩২ শতাংশ অবদান রাখছে। বিশেষজ্ঞদের মতে, আগামী বছরগুলোতে বাজার আরো বৃদ্ধি পাবে। এমএসএমই সেক্টরের এমন বৃদ্ধি সত্ত্বেও সেক্টরটিতে প্রধান সমস্যা হলো সাপ্লাই চেইন। যদিও আধুনিক সময়ে প্রযুক্তির ব্যবহারের ফলে এমএসএমই সেক্টরে সরবরাহ এবং বিতরণ ব্যবস্থা অনেকটা বৃদ্ধি পেয়েছে, তারপরও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্য হারে বাংলাদেশে এটি হয়নি। এসব সমস্যার সমাধানে স্থানীয় বিটুবি মার্কেট প্লেস প্রিয়শপ কাজ করে যাচ্ছে। লক্ষ্য খুচরা বিক্রেতাদেরকে সম্পূর্ণ ডিজিটালাইজড মার্কেট প্লেস প্ল্যাটফর্ম প্রদানের মাধ্যমে বাংলাদেশী এমএসএমই-এর সাপ্লাই চেইন সিস্টেমকে উন্নত করা। দেশী-বিদেশী মিলিয়ে প্রিয়শপের সাথে পুষ্টি, আকিজ, প্রাণ এবং রূপচাঁদার মতো ২০০টিরও বেশি ব্র্যান্ড রয়েছে। বর্তমানে প্রিয়শপ প্ল্যাটফর্মে যুক্ত আছে ৭০ হাজারেরও বেশি রিটেইলার।
প্রিয়শপের সিইও এবং প্রতিষ্ঠাতা আশিকুল আলম খান বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই প্রিয়শপ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়ের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং তাদের চাহিদা পূরণে ২০০টিরও বেশি ব্র্যান্ডের সাথে কাজ করে যাচ্ছে। দীর্ঘসময় কাজ করার সুবাদে প্রিয়শপ লক্ষ করে দেশের বাজারে দেশী-বিদেশী ব্র্যান্ডগুলো সবচেয়ে বেশি তাদের সাপ্লাই চেইন সমস্যায় ভুগছে এবং দেশের সব জায়গায় তাদের সেবা পৌঁ দিতে হিমশিম খাচ্ছে। এতে করে দেশের কনজিউমাররা তাদের কাক্সিক্ষত পণ্য পাচ্ছে না।
যার ফলে ব্র্যান্ডগুলো যেমন তাদের কাস্টমার হারাচ্ছে সেই সাথে তারা দেশীয় বাজারও হারাচ্ছে। যা দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ক্ষতিকর। এই সমস্যা সমাধানে প্রিয়শপ শুরু করেছে দেশব্যাপী ডিস্ট্রিবিউশন, যার মাধ্যমে প্রত্যেকটি ব্র্যান্ড দেশের প্রত্যেকটি অঞ্চলে তাদের সেবা পৌঁছে দিতে পারবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা